ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজশাহীতে দুর্নীতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলাউদ্দিন আলোকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার দর্শনপাড়ার এক বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আলাউদ্দিন আলো কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি। তার বাড়ি পৌরসভার নাকইল গ্রামে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলোউদ্দিন আলোর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি পালাতক ছিলেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কেশরহাট পৌরসভা এলাকার দর্শনপাড়া গ্রামের বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন মাষ্টারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি