ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা-চট্রগাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকাল ৩টার দিকে চর বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৭ যাত্রী। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন একুশে টিভিকে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্রগ্রামগ্রামী যাচ্ছিল বাসটি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড এর উপর উঠে গিয়ে পাশ্ববর্তী সড়কের একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। 

তিনি জানান, এরপর বাসটি উল্টে যায়। বাস সংশ্লিষ্ট সবাই পলাতক আছে, বাসটির নাম এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি