ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বন্যপাখি শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ১১ সেপ্টেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে বন্যপাখি ধরা ও পরিবহনের দায়ে দুইজনকে এক বছর করে কারাদণ্ড ও অপর আরো দু’জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দণ্ডিতদের কাছ থেকে উদ্ধার টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এ দণ্ডাদেশ দেন। 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাপাসিয়া গ্রামের আজিজুল হক (৩৫) ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোওতা গ্রামের মোহাম্মদ রাজু (২৬)। এছাড়াও তানভীর হোসেনকে ৫০ হাজার ও বাসেদ মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গত সোমবার রাতে সদর উপজেলার শিবিরের হাট এলাকায় একটি চেকপোস্ট বসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি মিনি ট্রাকে ৪৫৭টি টিয়া পাখি পেয়ে ওই চারজনকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের মুখোমুখি করা হয়। 

আটক ৪৫৭ পাখির মধ্যে ৭৯টি মারা যায়। বাকী পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে।

আই/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি