ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রধানমন্ত্রীকে হুমকি: খুলনায় দুদুর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার দুপুর ১২টার দিকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়।

এ সময় আদালত সদর থানার ওসি কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুদুর বিরুদ্ধে মামলার আবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনারও বিদায় হবে’। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি