ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর 

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিখন্ডন শেষে আগামী ২৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার(৩০ সেপ্টেম্বর)বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায়ের তারিখ ঘোষণা করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মামলার অভিযুক্ত ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।এসময় মামলার আরেক আসামি কামরুন নাহার মনি নবজাতকের মা হওয়ায় তাকে আদালতে তোলা হয়নি।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ যুক্তিখন্ডন শুরু করেন। বিকেলে যুক্তিখন্ডন শেষ হলেই রায় ঘোষণার দিন ঘোষণা করেন করেন আদালত।

গত ২৭ জুন থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ৯২ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।এরই মধ্যে ১২ জন ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি ১৮০ কার্য দিবসের মধ্যে শেষ করার কথা থাকলেও নিয়মিত সাক্ষগ্রহণের ফলে ৬২ কার্যদিবসেই রায়ের তারিখ ধার্য করেন আদালত। 

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ।৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়।টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল মারা যান নুসরাত।পরে নুসরাতের বড় ভাই নোমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি