ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফতুল্লায় শিশুকে হত্যা করল মা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় আশফাক জামান জাহিন নামে আড়াই বছরের এক শিশু পুত্রকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা রোকসানা আক্তারের (২৮) বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার আমান উল্লাহ প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় পুলিশ খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন মা রোকসানা আক্তারকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার পাগলা পশ্চিম নন্দলালপুর আমান উল্লাহ প্রধানের বাড়িতে খন্দকার নুরুজ্জামান মারুফ তার স্ত্রী রোকসানা আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তাদের মধ্যে রোকসানা আক্তার মানসিক ভারসাম্যহীন রোগী বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যার সময় ৪ তলা বাড়ির ছাদ থেকে শিশু জাহিনকে তার মা রোকসানা আক্তার ফেলে দেয়। তাৎক্ষনিক বিষয়টি জানকে পেরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে শিশুটির বাবার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে শিশুটির মৃত্যর খবর জানা যায়। পুলিশ রোকসানাকে গ্রেফতার করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি