ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ২২ অক্টোবর ২০১৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে রেল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, পীরগঞ্জ রেল ষ্টেশনের দক্ষিণে বাঁশগাড়ায় সোমবার রাতের ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মৃত্যুর পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জায়গাটি ফাঁকা হওয়ার কারণে কোন ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
 
পীরগঞ্জ ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়া কথা স্বীকার করে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস অথবা সেভেন আপ মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি