ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করছে পুলিশ : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৩৩, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সন্ত্রাস, জঙ্গিবাদ দমন এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার (২৬ অক্টোবর) সকালে আশুলিয়ার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ ডে-২০১৯ উপলক্ষে শিল্প পুলিশের আয়োজনে এক র‌্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশ জনগণের বন্ধু, দেশের মানুষকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে তারা। র‌্যালি শেষে শিল্প পুলিশ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএর সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আব্দুস সালাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামিনুর রহমানসহ আরো অনেকে।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি