ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

মাইক্রোবাসের ধাক্কায় মোটরবাইক চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ২ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৪২, ২ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-এর রানীশংকৈল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আপেল মাহামুদ (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অপর আরোহী দেলোয়ার হোসেন (২২) গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
   
বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, শনিবার দুপুরে রানীশংকৈল-নেকমরদ সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 
   
নিহত আপেল মাহমুদ রানীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের জুয়েদ আলীর ছেলে। তবে আহত দেলোয়ার হোসেনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জানা যায়, মোটরসাইকেলযোগে নেকমরদ হতে রানীশংকৈলের দিকে যাচ্ছিলেন আপেল মাহমুদ ও তার সঙ্গী দেলোয়ার। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হলে স্থানীয়রা ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আপেল মাহমুদ মারা যায়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি