ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

লোহাগড়া থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ১২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রশাসনিক কাজে অবহেলার কারণে নড়াইলের লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক স্টেশন ত্যাগ) করা হয়েছে।

সোমবার বিকালে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানা যায়।  

মোকাররম হোসেনকে লোহাগড়া থানার ওসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মেহেরপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন। মোকাররম হোসেন চলতি বছরের ২৭ মে লোহাগড়া থানায় যোগদান করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি