ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

খুলনায় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ১৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে দ্বিতীয় দিনে খুলনায় বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে খুলনার অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা রুটের কোনও বাস চলতে দেখা যায়নি। তবে দূরপাল্লার কিছু বাস চলাচল করছে।

শ্রমিক নেতারা বলছেন, চালক ও শ্রমিকরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। দুর্ঘটনার মামলা জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধন চান চালকরা। তাদের দাবি, আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। এটা না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি