ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২২ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৩৮, ২২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। উপজেলার ষোলঘর এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগরের সার্কেল এএসপি আসাদুজ্জামান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপর জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকেপড়া হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অন্তত ৮ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।’


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি