ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সাভারে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ২৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে অভিযান চালিয়ে দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৫’শ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার ইয়াবা ব্যবসায়ী ইসমত আরা (৪৫) ও  চম্পা বেগম (৩৫) এবং একই এলাকার গাঁজা ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) ও গোলাম হোসেন (৩৫)।

এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আবুল বাশার জানান, পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীর নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ও দুইজন পুরুষের নিকট থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি