ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সেফটি ট্যাংকিতে মিলল নিখোঁজ গৃহবধুর মরদেহ, স্বামীসহ গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২৭ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে হত্যার আড়াই মাস পর সেফটি ট্যাংকি থেকে ফরিদা বেগম নামে এক গৃহবধুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে চান্দরা এলাকার বাগানবাড়ির সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের স্বামী মুনসুর আলী, তার প্রথম স্ত্রী রেখা বেগম, ছেলে স্বপন মিয়া এবং বাগানবাড়ির মালিকের স্ত্রী খোদেজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, আড়াই মাস আগে আতাব উদ্দিন দেওয়ানের বাড়ির কেয়ার টেকার মুনসুর তার দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেফটি ট্যাংকিতে লুকিয়ে রেখে তার স্ত্রী অন্যের সঙ্গে চলে গেছে বলে অপপ্রচার চালায়।

ওসি বলেন, নিহত ফরিদার বোন গত ৪ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দু’দিন পর মুনসুরের প্রথম স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে আশুলিয়া থানার শিমুলিয়া দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে মুনসুরকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সহযোগী সন্দেহে বাড়ির মালিক খোদেজা বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, মুনসুরের স্বীকারোক্তি অনুযায়ী আজ বুধবার সকালে সেফটি ট্যাংকি থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি