ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

জামালপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১২:০০, ৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জামালপুরের ইসলামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার ও পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। 

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কুতুবউল্লাহ চরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

ইসলামপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ইসলামপুরের ৩নং চিনাডুলির মুনিয়ার চরে ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত দলের সরদার মোহাম্মদ আলীকে গত সন্ধায় গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে কুতুবুল্লা চরে যায়। এ সময় কুতুলিয়া চরে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাত দলের লোকজন পুলিশের আসা টের পেয়ে পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। 

তিনি জানান, রাত ৩টা ৩০ মিনিটে পুলিশের গুলিতে কুতুবুল্লা চরে ডাকাত দলের সর্দার মোহাম্মদ আলী মেম্বার ওরফে আলী ডাকাত নিহত হয়। এ সময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়। 

ঘটনাস্থল থেকে ১টি পিস্তল,দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি