ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কুমিল্লায় ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৩ ডিসেম্বর ২০১৯

কুমিল্লায় টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড়

কুমিল্লায় টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড়

কুমিল্লায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

নগরীর রাজগঞ্জ দুধ বাজার, ইপিজেড মোড় ও নয়াগাঁও এলাকাসহ মোট ৩টি স্থানে বিক্রি হবে টিসিবির পেঁয়াজ। এদিন ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।  

তবে ডিলাররা জানান, আজ প্রতিটি স্থানে ২ হাজার কেজি ও আগামিকাল ১ হাজার কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রির ব্যবস্থা রয়েছে। তবে পরবর্তীতে পেঁয়াজ আমদানি হলে তা অব্যাহত থাকবে। 

এছাড়া, পেঁয়াজ মাথাপিছু ১ কেজি করে বিক্রি করা হচ্ছে বলে জানান তারা।

এআই/এনএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি