ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

খামার মালিককে খুন করে গরু লুট

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৬, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীতে খামার মালিককে খুন করে ৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে রাজপাড়া থানার দাসপুকুর সিটি বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুল মজিদ দাসপুকুর এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে। সিটি বাইপাস সড়কের পাশে খাস জমিতে খামার গড়ে তুলেন তিনি। সেখানে দুটি গাভী ও দুটি বাছুর পালন করছিলেন আজিজ। 

রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, বাড়ির পাশের একটি খাস জমিতে খামার করে সেখানে স্ত্রীসহ আব্দুল মজিদ গরু পাহারা দিতেন। 

বুধবার রাতে তার স্ত্রী সাথে ছিলেন না। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের মর্গে পাঠায়। 

ওসি বলেন, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসসরোধ করে হত্যা করে খামার থেকে চারটি গরু নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে  জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত খুনিদের খুঁজে বের করা সম্ভাব হবে। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি