নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত : ১৭:১৪, ১৭ ডিসেম্বর ২০১৯
 
				
					নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, প্রাইভেটকার চালক রিপন মিয়া (৩০) ও ট্রাক হেলপার রিফাত মিয়া (১৮)। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান,‘ঢাকা থেকে নরসিংদীগামী একটি সাদা রঙের প্রাইভেটকার (এলিয়ন গাড়ি) একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক রিপন মিয়া ও ট্রাকের হেলপার রিফাত নিহত হয়।
কেআই/
আরও পড়ুন
 
				        
				    






























































