ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীতে প্রতিদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে। এতে রাজশাহীতে কমছে না শীতের তীব্রতা।

বুধবার রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে। সকাল থেকে রোদ থাকলেও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। রাজশাহীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

আনোয়ারা বেগম বলেন, প্রতিদিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উঠামানা করছে। এর আগে গত ২৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ২৪ ডিসেম্বর তা নেমে আসে ১০ দশমিক ৭ ডিগ্রিতে।

এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তিব্রতা। ফলে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। একই সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী প্রতিদিন গড়ে ১০০ রোগী ভর্তি হচ্ছে শীতজনিত রোগে। যাদের মধ্যে শিশু ও বয়স্ক বেশি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি