ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুবর্ণচর সৈকত সরকারি কলেজের রজতজয়ন্তী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এক সময়ের দস্যু কবলিত নোয়াখালীর সুবর্ণচরে প্রথম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে সৈকত ডিগ্রি কলেজ। উপজেলার চরবাটা খাসেরহাট বাজারে প্রতিষ্ঠিত কলেজটি সম্প্রতি জাতীয়করণ করা হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়েছে কলেজটি। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বর্ণিল আয়োজনে সুবর্ণচর সৈকত সরকারি কলেজের রজতজয়ন্তী উদযাপন করছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি ও কনকনে শীতকে উপেক্ষা করে কলেজ মাঠ সেজেছে এক নান্দনিকতায়। একসঙ্গে বিভিন্ন ব্যাচের প্রাক্তন হাজার হাজার শিক্ষার্থীরা একে-অপরকে পেয়ে আনন্দে আত্মহারা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রিয় শিক্ষাঙ্গন। 

দিনভর এ আয়োজনে থিমসং, টি-শার্ট বিতরণ, বিভিন্ন মুখোশের সামনে ছবি তোলা, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন ছিল অন্যরকম। 

সকালে নোয়াখালী-৪ আসনের (সদর-সুবর্ণচর) সাংসদ একরামুল করিম চৌধুরী রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনম খায়রুল আলম সেলিম, কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, রজতজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজীবসহ অনেকে। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি