ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

‘অচিরেই রাজাকারের সঠিক তালিকা প্রকাশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অচিরেই রাজাকারের তালিকা সঠিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যে তালিকা পেয়েছিলাম, সেটি না দেখেই প্রকাশ করেছি। এটিই ছিল আমার ভুল। এর জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুল হতো না।

আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই নিজেদের করা সংশোধিত তালিকায় তা প্রকাশ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

এসময় কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি