ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ঘিরে চলছে প্রস্তুতি 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০৬, ২৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:১১, ২৮ ডিসেম্বর ২০১৯

ইজতেমার প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী- একুশে টেলিভিশন

ইজতেমার প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে পুরো দমে চলছে ইজতেমার প্রস্তুতি। সময় যত গড়াচ্ছে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। 

আগামী ৫ জানুয়ারির মধ্যেই ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী। আজ শনিবার ইজতেমার প্রস্তুতি কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ সময় গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের অধিকাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে ময়দানে বিদ্যুৎ সংযোগ ও রাস্তা সংস্কারসহ অন্যান্য কাজ। নির্দিষ্ট সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছেন কর্তব্যরতরা। 

এআই/এমএস


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি