ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

শিক্ষার্থী কামরুল হত্যা: প্রেমিকাসহ ৮ জন আটক 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের হালসা নবীনকৃষ্ণপুর গ্রামে শিক্ষার্থী কামরুলকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যার ঘটনায় প্রেমিকা সোনিয়াসহ সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হালসা নবীনকৃষ্ণপুর গ্রামের জৈনিক নুরুর বাঁশ ঝাড় থেকে কামরুলের মরদেহ উদ্ধারের পর অভিযান চালিয়ে প্রেমিকা সোনিয়াসহ আটজনকে আটক করে পুলিশ। 

নাটোরস্থ রাজশাহী সাইন্স এন্ড টেকনলজির (আরএসটি) বিবিএ ছাত্র কামরুলকে গত শনিবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রোববার রাত  ৯টার দিকে বাড়ির অদূরের ওই বাঁশঝাড় থেকে কামরুলের বাম চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। 

নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে নিহত কামরুলের প্রেমিকা সোনিয়াসহ সন্দেহভাজন ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি