ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৭, ৯ জানুয়ারি ২০২০

ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে দুটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভির চর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যাহ গ্রামের মাহমুদ উল্লার ছেলে আইয়ুব আলী (৪৫) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. ফরিদ (৩০)। 

সকাল সাড়ে দশটায় গ্রেফতারকৃত ডাকাতদের হাতিয়া থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। 

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের কাছ থেকে দুটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

এআই/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি