ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে আগুনে চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ১০ লাখ টাকা ক্ষতি 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরশহরের হঠাৎপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পীরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, পৌর শহরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ভ্যান চালক লতিফ ওরফে ফুটারু মোহাম্মদের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে লতিফ, শাহিন, আনোয়ার ও শাহাজানের চারটি ঘর, নগদ টাকা,আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা সবাই দিন মুজুর ও ভ্যান চালক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার, কম্বল ও ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

কেআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি