ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সড়ক থেকে অবৈধ যানবহন বন্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার সকল সড়ক থেকে অবৈধ যানবাহন বন্ধে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শহরের প্রধান প্রধান জনবহুল স্থানগুলোতে সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম শহরের শহীদ হাসান চত্বর থেকে এই প্রচারিভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর পুলিশ সুপার সাধারণ জনগণের মধ্যে সড়ক থেকে অযান্ত্রিক যান অপসারণ ও ব্যবহার বিষয়ক সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জেলার প্রধান ৫টি প্রধান সড়কসহ সব সড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত সকল ধরণের নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি বন্ধে লাগাতার অভিযান চালানো হবে।

তার আগে এসব যানবাহনের মালিক ও ব্যবহারকারীদেরকে সচেতন করতে আমরা ৪দিন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই চার দিন জেলার চারটি উপজেলাতে এ কার্যক্রম চলবে। এরপর থেকে কোন ভাবেই সড়কে এসব অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সড়কে সাধারণ মানুষের চলাচল সচল রাখতে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি