ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকারি অফিসার ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন। সভায় জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকারী সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মসূচী সমন্বয় করে আনন্দঘন পরিবেশে জন্মশতবার্ষিকী উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

এসময় জেলা প্রশাসন, বিভিন্ন সরাকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে জেলা ও উপজেলা কার্যালয়ের (গ্রেড-৪ থেকে গ্রেড ১০) ক্যাটাগরিতে ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে কাজের দক্ষতায় মূল্যায়ন সূচক শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত করা হয়। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি