ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে শিক্ষার মান বেড়েছে: এমপি ইব্রাহীম 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

এমপি ইব্রাহীম 

এমপি ইব্রাহীম 

Ekushey Television Ltd.

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এইচ এম ইব্রাহীম এমপি বলেন, শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার বিনামূল্যে বই বিতরণ ছাড়াও অর্থের অভাবে কোনও শিক্ষার্থীর যাতে পড়ালেখা বন্ধ না হয় সে জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন। মেয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়েছেন বিশেষ ব্যবস্থা।

আজ (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নদনা ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপত্বিতে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সামাদ পিপিএম, জেলা আওয়ামী লীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আজহারুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, পৌরসভা যুবলীগ সভাপতি সামসুল আলম দয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক ও শিক্ষার্থীরা।

এসময় এমপি ইব্রাহীম বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি