ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কারাগারে মারা গেছেন যুদ্ধাপরাধ মামলার আসামি মিজানুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২২ মার্চ ২০২০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র ফটক- সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র ফটক- সংগৃহীত

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি যুদ্ধাপরাধ মামলার এক আসামি মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিন্টু (৬৭) ময়মনসিংহের কোতোয়ালি থানার নাওমহন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। মিজানুরের মৃত্যুর বিষয়টি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আসামী অসুস্থ হলে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমান মিন্টুকে মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন ছিল। তার হাজতি নং-৩৫৫৫/২০১৫। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার বাহারুল ইসলাম। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি