ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

গাজীপুরে ‘গোলাগুলিতে’ পুলিশসহ গুলিবিদ্ধ ২

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৮, ২৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাকাতদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের উপ-পরিদর্শকসহ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। 

আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মালামালসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, ‘রোববার (২২ মার্চ) রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেইটের সামনে ৭/৮ জনের একটি ডাকাত দল কয়েকজনকে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে নামে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলামের বুকে গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন এবং অপর সদস্যরা পালিয়ে যায়।’ 

তিনি জানান, ‘এসময় ঘটনাস্থল থেকে জিম্মি হওয়া চার ব্যক্তি, লুন্ঠিত টিভিসহ বিভিন্ন মালামাল এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি গুরুতর আহত উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ও ডাকাত শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি