ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

ভারত ফেরত যুবককে জরিমানা, কোয়ারেন্টাইনে ৩২১

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ২৫ মার্চ ২০২০

ভারত ফেরত যুবক মুরাদকে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত

ভারত ফেরত যুবক মুরাদকে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত

নড়াইলে মুরাদ (৩৪) নামে ভারত ফেরত এক যুবককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২১ জন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া শহরের ছোটকালিয়া এলাকার ওই যুবককে এ জরিমানা করা হয়। 

সম্প্রতি ভারত থেকে দেশে ফিরে মুরাদ কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। এসময়য় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা তাকে এ জরিমানা করেন। এছাড়া মুরাদকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। 

এদিকে, করোনা আশঙ্কায় আজ বুধবার বিকেল পর্যন্ত নড়াইলে ৩২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাতে গত ২৪ ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন ২৩ জন। এদের মধ্যে- লোহাগড়া উপজেলায় দু’জন, কালিয়ায় ছয় এবং সদরে ১৫ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা বেশির ভাগই প্রবাসী। 

তবে এখন পর্যন্ত ঠিক কতজন প্রবাসী নড়াইলে এসেছেন, তা জানাতে পারেননি সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তিনি জানান, কতজন প্রবাসী নড়াইলে এসেছেন; সেই আপডেট তথ্য তাদের কাছে নেই। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি