ঢাকা, সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩

ফেনীতে কাঁচামাল ও ঔষধ দোকান ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ২৬ মার্চ ২০২০

ফেনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ঔষধ দোকান ব্যতীত বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে শহর জুড়ে চলছে সেনা সদস্যদের ট্রহল।ফলে লোক সমাগম কম দেখা গেছে। সেনা বাহিনীর সাথে মাঠে আছে নির্বাহী ম্যাজিট্রেটের টহল। 

করোনা আতঙ্কে প্রশাসনের কঠোর হুঁশিয়ারীর পর বন্ধ হয়ে গেছে ইজিবাইকসহ ছোট যানচলাচল। কমেছে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক দিয়ে দুরপাল্লার ভারী যান চলাচল।পাশাপাশি মার্কেট সহ দোকানপাট বন্ধ রয়েছে।

এছাড়া রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার উপজেলা শহরগুলোতেও বন্ধ রয়েছে দোকানপাট। সীমিত করা হয়েছে যানবহনের চলাচল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি