ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুড়িগ্রামে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৭, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে করোনা প্রতিরোধে মাঠে শৃংখলা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মোবাইল টিমের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় তারা টহল দেয়। যৌথ টহলদল জনসমাগম রোধ, জীবানুনাশক স্প্রে ও জনসচেতনা সৃষ্টিতে শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে। 

যৌথ টহলদলের নেতৃত্ব দেন এক্সিকিটিভ ম্যাজিস্ট্রট সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর জহুরুল ইসলাম প্রমুখ।

বৃহস্পতিবার সকাল থেকে ১২ সদস্যের যৌথ মোবাইল টিমে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার ও ভিডিপি দলের সদস্যরা রয়েছে। করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে রংপুর সেনানিবাস থেকে ২১ সদস্যের একটি দল কুড়িগ্রামে সহযোগিতা করছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২০জনসহ মোট ১৬৭জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। মেয়াদ শেষ করেছে ১৪৩ জন। এ পর্যন্ত মোট ৩১০জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হয় বলে কুড়িগ্রাম জেনারেল হাসপতাল সূত্র জানিয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি