ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কুমিল্লায় নির্দেশনা অমান্য করায় ৩ জনকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ৩ এপ্রিল ২০২০

সারাদেশের ন্যায় কুমিল্লায় করোনা প্রতিরোধে তৎপর প্রশাসন। তারপরও অনেকের মাঝে বাড়ছে না সচেতনতা। এবার সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ জনকে জরিমানা করেছে প্রশাসন।

আজ শুক্রবার রাজগঞ্জ, মগবাড়ি বাজার, পূবালী চত্ত্বর, পুলিশ লাইন্সসহ নগরীর বিভিন্ন স্থানে টহল দেয় সেনাবাহিনীসহ জেলা প্রশাসন। এসময় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এবং হাতে গ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় তাদের জরিমানা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা।

সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ জানান, ‘সরকারি ঘোষণার পরও সতর্কতা অবলম্বন না করে অনেকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি