ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গাজীপুরে চরম ভোগান্তিতে কর্মস্থলে ফেরা শ্রমিকরা 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১০, ৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনার প্রভাবে পূর্ব নির্ধারিত ছুটি শেষ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলের ফেরার তাগিদ দেয় বিজিএমইএ। 

সে আহ্বানে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার শ্রমিক কর্মস্থলে ফেরেন। কিন্তু রাতেই আবারও বন্ধের ঘোষণা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। যদিও কিছু কারখানায় চলছে কার্যক্রম। 

জানা গেছে, বিজিএমইএ’র সঙ্গে সমন্বয় করে কারখানা খোলার সিদ্ধান্ত নেয় মালিকরা। এতে কর্মস্থলে যোগ না দিলে বেতনসহ চাকরি চলে যাওয়ার ঝুঁকিতে পড়েন শ্রমিকরা। ফলে মালিকপক্ষের সিদ্ধান্তে এক প্রকার বাধ্য হয়েই তারা কর্মস্থলে ফেরেন। 

শ্রমিকরা জানান, ‘নির্ধারিত সময়ে গার্মেন্টেসে পৌঁছাতে না পারলে চাকরি থাকবেনা। মালিক পক্ষের এমন সিদ্ধান্তে বাধ্য হয়ে পায়ে হেঁটে, ট্রাকে করে কর্মস্থলে ফিরেছি। অনেকেই এখনও রাস্তায় রয়েছেন। এ অবস্থায় হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণায় নতুন করে বিপাকে পড়তে হচ্ছে আমাদের।’

যেসব কারখানা এখনো খোলা রয়েছে সেসব কারখানার শ্রমিকরা বলছেন, ‘করোনা আতঙ্কে এক সপ্তাহ কারখানা বন্ধ ছিল। এই শঙ্কা দূর না হতেই আবারও খোলা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি