ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাঁচবিবিতে ত্রাণসহ জেলা পরিষদ সদস্য ও তার ভগ্নিপতি আটক 

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২২, ৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রাম থেকে ৬৮ প্যাকেট ত্রাণ সামগ্রীসহ জেলা পরিষদ সদস্য ও তার ভগ্নিপতিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। বুধবার বিকেলে জেলা পরিষদ সদস্যের ভগ্নিপতির বাড়ি থেকে ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করা হয়।

আটক জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও তার ভগ্নিপতি দিলদার হোসেন একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর, কুসুম্বা ও আওলাই ইউনিয়নের দয়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীগুলো তার ভগ্নিপতির বাড়িতে রাখেন। নিয়ম অনুযায়ী ত্রাণ সামগ্রীগুলি দ্রুততম সময়ের মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুত করেছেন, এমন খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ত্রানের মালামালসহ ওই ২ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাব অধিনায়ক।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি