ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুমিল্লায় টিসিবির পণ্যর সরবরাহ কম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৯ এপ্রিল ২০২০

কুমিল্লায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি হলেও, সরবরাহ কম। ফলে, পণ্য কিনতে এসে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

অন্যান্য দিনের ন্যায় আজ বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন পয়েন্টে তেল, চিনি ও ডাল বিক্রি করে প্রতিষ্ঠানটি। সকাল থেকে এসব পণ্য কেনার জন্য অসংখ্য নারী-পুরুষকে লাইনে দাঁড়াতে দেখা যায়। 

তবে, দ্রুত মালামাল শেষ হয়ে যাওয়ায় অনেককেই এসব পণ্যসামগ্রী কিনতে না পারায় খালি হাতে ফিরতে দেখা যায়। 

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি  ওয়ার্ডে মাত্র ৪ জন ডিলার টিসিবির এসব পণ্য বিক্রি করছেন। আর এতে করেই হয়েছে সংকট। তাই, ভোক্তা সাধারণ পণ্য সরবরাহ আরও বাড়ানোর দাবি জানান। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি