ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে প্রথম করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ২৯ এপ্রিল ২০২০

খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তার বয়স ৩৫। বাড়ি জেলার দীঘিনালার কামুক্কাছড়া গ্রামে। তিনি বর্তমানে কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রয়েছেন। আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

জানা গেছে, তিনি স্ত্রীসহ গত ১৮ এপ্রিল জেলার বাইরে থেকে খাগড়াছড়ি ফিরেছেন। তারা কুমিল্লায় পোশাক কারখানায় কাজ করতেন। স্বাস্থ্য বিভাগের সন্দেহ হওয়ায় গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। 

খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এলাকায় গেছেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি