ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চৌমুহনীতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ৯ মে ২০২০

অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়- একুশে টেলিভিশন

অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের একটি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দমকলের তিন’টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে প্লাস্টিকের শো-রুম, ফাষ্ট ফুড দোকান ঔধদের দোকান, বাস কাউন্টার, কাপড় দোকান ও টেইলার্স সহ ১২টি দোকানের নগদ অর্থ ও মালামাল পুড়ে যায়। 

এ ব্যাপারে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি