ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিয়াবাড়িতে রাস্তার পাশে নিখোঁজ প্রকৌশলীর মরদেহ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৬, ১২ মে ২০২০

Ekushey Television Ltd.

নিখোঁজের পাঁচ ঘন্টা পর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে রাস্তার পাশ থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মৃতের মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ। 

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী খুদেজা আক্তার। নিহত মো. দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

লাশ উদ্ধারের পর অজ্ঞাত পরিচয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে সোমবার মধ্যরাতে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেন। 

গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও আমিনুল ইসলাম জানান, ‘প্রকৌশলী দেলোয়ার গতকাল সকালে অফিসের উদ্দেশ্যে ঢাকার মিরপুরের বাসা থেকে বেড় হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহতের স্ত্রীর পক্ষ থেকে তিনি অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।’

এদিকে এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তুরাগ থানার ওসি।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি