ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে নতুন করে আক্রান্ত ১, মোট ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১২ মে ২০২০

ঝালকাঠিতে নতুন করে এক জনসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় ঢাকাফেরত ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। 

আইইডিসিআর থেকে সোমবার (১১ মে) রাতে নমুনার রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। 

এ ঘটনায় ওই ব্যক্তির গ্রামের আশেপাশে কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে। এ দিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি