ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে একদিনে শনাক্ত ২২, মোট ৪৮

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ১১ মে ২০২০

নোয়াখালীতে এক দিনে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ৯টি উপজেলার মধ্যে সবকটি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন।  যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন।  

সোমবার (১১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো: মোমিনুর রহমান। তিনি বলেন, নতুন শনাক্তদের নমুনা সংগ্রহ করা হয় গত ৭ মে। পরে ১০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। বর্তমানে তাদেরকে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, সাধারণ মানুষ মনে করছে- নোয়াখালীতে লকডাউন শিথিল হওয়ায় দিনদিন করোনা রোগী সংখ্যা বেড়েই চলছে। সেইসাথে বাড়ছে আতঙ্ক।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি