ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ১৪ মে ২০২০

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৩ জন করোনা রোগী শনাক্ত হলো। 

এর মধ্যে হাসপাতাল থেকে ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর ৫ জন, বাসাইল ১ জন, ধনবাড়ী ১ জন, গোপালপুর ২ জন, ঘাটাইল ২ জন ও নাগরপুর উপজেলায় ২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হলে তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে ১৮ জন সুস্থ ও ১ হাজার ৪৪৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ১০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এমবি//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি