ঢাকা, বুধবার   ২১ মে ২০২৫

মৌলভীবাজারে সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৬, ১৪ মে ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনা সংকটাবস্থায় দ্বিতীয়বারের মতো সাড়ে ৪ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে মৌলভীবাজার জেলা পরিষদ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এসব খাদ্য সহায়তা দুস্থদের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সংরক্ষতি আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ নির্বাহী খোদেজা খাতুনসহ অনেকে।

খাদ্য সামগ্রীতে রয়েছে, চাল, আটা, চিনি, সুজি, সেমাই, তেল ও সাবান। জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন জানান, ‘দুই দফায় জেলা পরিষদ থেকে প্রায় ৬০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করা হয়।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি