ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করবে বিএসইসি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৭ আগস্ট ২০২০

জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে পরিকল্পনা হাতে নিয়েছে নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরিকল্পনার মধ্যে রয়েছে কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠন, পর্যবেক্ষক বা বিশেষ নিরীক্ষক নিয়োগ, উদ্যোক্তাদের শেয়ার লেনদেনে বিধিনিষেধ আরোপ। পাশাপাশি দ্রুত বার্ষিক সধারণ সভা শেষ করার নির্দেশনাও দেবে বিএসইসি।

বছর শেষে ডিভিডেন্ড প্রদানে ব্যর্থতা, সময় মত বার্ষিক সভা না করা ও ছয় মাসের বেশি সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকাসহ বেশ কিছু কারণে দেশের পুঁজিবাজারে এখন অর্ধ শতাধিক প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিভুক্ত। পরিচালনায় ব্যর্থতা নাকি উদ্যোক্তাদের প্রতারণায় এসব কোম্পানি জেড ক্যাটাগরিভুক্ত এমন প্রশ্নের জবাব মিলছে না বহু দিন ধরে।  

এমন পরিস্থিতিতে নবগঠিত  কমিশন এক সভায়  ছয়টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে জেড ক্যাটাগরি ভুক্ত কোম্পানির কার্যক্রম ও  ব্যবসার প্রকৃত অবস্থা যাচাই, প্রয়োজনে পর্ষদ পুনগর্ঠন করা। জেড ক্যাটাগরির সংগায়নে আসছে বেশি কিছু পরিবর্তন। সেটেলমেন্টের সময়সীমাও কমছে। জেড ক্যাটাগরির সংজ্ঞায়নে আসছে বেশ কিছু পরির্তন। বিএসইসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। 

ইতিবাচকভাবে দেখছে স্টক এক্সচেঞ্জ প্রতিনিধিরাও। একেবারে অস্থিত্বহীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর গণহারে বৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বাজার বিশ্লেষকদের। 

এসইউএ/এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি