ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

ডিজিটাল ডাকঘর উদ্যোক্তাদের সম্মাননা দিলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ১৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকিং প্রশিক্ষক হিসেবে তৈরি করছে ব্যাংক এশিয়া। সারাদেশের এমন ১০ জন উদ্যোক্তাকে কাজের স্বীকৃতিস্বরূপ ব্যাংকিং প্রশিক্ষক সম্মাননা প্রদান করা হয়। 

গত ১২ অক্টোবর রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক  মো. সিরাজ উদ্দিন। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের হেড অফ পোস্ট অফিস ব্যাংকিং কাজী মোরতুজা আলীসহ ব্যাংক এশিয়া ও ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি