ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫

চালক মারধরের ঘটনায় ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাক চালককে মারধরের ঘটনায় সকাল থেকে সবধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, গেল রাতে ভোমরা স্থল বন্দরে সাদ্দাম বাহিনীর লোকেরা ভারতীয় ট্রাক চালক ও খালাসিদের মারধর করে।

এ ঘটনায় পণ্য আনা নেয়া বন্ধ রাখে ভারতীয় ট্রাক চালকরা। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য কাজী নওশাদ দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা চলছে।

দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি