ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা মিলবে প্রতি মাসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৩ নভেম্বর ২০২৪

পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ত্রৈমাসিকের পরিবর্তে প্রতি মাসে দেওয়ার বিধান করেছে সরকার। একইসঙ্গে ‘জাতীয় সঞ্চয় স্কিম’-এর আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মতো ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিয়েছে সরকার।

 রোববার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব মকিমা বেগম এতে সই করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং না এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোনো তফসিলি ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকলে উক্ত এফসি অ্যাকাউন্টে পাওয়া রেমিট্যান্স দ্বারা ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগ করার সুযোগ পাবে।

এছাড়া ‘পেনশনার সঞ্চয়পত্র’-এ বিদ্যমান ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা দেওয়ার পরিবর্তে মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হবে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র মূল বিনিয়োগ করা অর্থ স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাবে। ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের ক্ষেত্রে মুনাফাসহ মূল বিনিয়োগ করা অর্থ পুনঃবিনিয়োগ সুবিধা পাবে।

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার পাওয়া রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ দুই মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়া যাবে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার পাওয়া রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ চার মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়া যাবে।

এছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুনঃবিনিয়োগর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পুনরায় বিনিয়োগ করতে হলে নতুন করে রেমিট্যান্স এনে সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করতে পারিবেন এবং জাতীয় সঞ্চয় স্কিম স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে, পুনঃবিনিয়োগের তারিখ থেকে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি