ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫

বুধবার থেকে আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে শিল্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৬ মে ২০২৫ | আপডেট: ১৮:০৯, ২৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

আগামী বুধবার থেকে শিল্প প্রতিষ্ঠানে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে জানিয়েছে পেট্রোবাংলা। 

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এ কথা জানিয়েছেন।

পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় এবছর একই সময়ে (জানুয়ারি -এপ্রিল ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

এ ছাড়াও শিল্পের গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। 

উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। 

অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে বুধবার ২০২৫ থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি