বাংলাদেশে আত্মপ্রকাশ করল চীনের বিখ্যাত ড্যাফু পাম্প ও মোটর
প্রকাশিত : ১৭:০৬, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:১৩, ১৪ আগস্ট ২০২৫

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এনপলিমার কনস্ট্রাকশন লিমিটেড (NPOLY গ্রুপ) ও আমদানিকারক প্রতিষ্ঠান এসআরএস কর্পোরেশন যৌথভাবে চীনের বিখ্যাত DAFU Pump & Motor-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে। বুধবার (১৪ আগস্ট) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়।
DAFU গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ও এসআরএস কর্পোরেশনের কর্ণধার প্রতাপ সমাদ্দার জানান, ১৯৮৮ সালে চীনের ঝেজিয়াং প্রদেশে প্রতিষ্ঠিত DAFU গ্রুপ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ পাম্প ও মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রায় ২০০,০০০ বর্গমিটার এলাকায় বিস্তৃত আধুনিক উৎপাদন ইউনিট, ১,৫০০-এর বেশি দক্ষ কর্মী এবং ৩০টিরও বেশি প্রযুক্তিগত পেটেন্ট তাদের সাফল্যের প্রমাণ। বাংলাদেশে মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে ইতোমধ্যে দক্ষ টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।
বিশেষ অতিথি ও DAFU গ্রুপের পরিচালক টীম বলেন, “DAFU ব্র্যান্ডের পণ্যের মধ্যে সারফেস পাম্প, সাবমার্সিবল পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, গভীর কূপ পাম্প, সোলার ওয়াটার পাম্পসহ বিস্তৃত পণ্যসামগ্রী রয়েছে। আমরা ISO 9001, CE, GS, EMC এবং ROHS সার্টিফায়েড মান বজায় রেখে কাজ করি।”
প্রধান অতিথি ও NPOLY গ্রুপের কর্ণধার রিয়াদ মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য DAFU Pump & Motor-কে দেশের পানি সরবরাহ ব্যবস্থার পূর্ণাঙ্গ সমাধানে রূপান্তর করা, যা শিল্প ও কৃষি উভয় খাতে উৎপাদনশীলতা বাড়াবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NPOLY গ্রুপের সিওও ইঞ্জিনিয়ার লোকমান হাকিম, বিক্রয় বিভাগের প্রধান শেখর সাহা, মার্কেটিং প্রধান রকির আহমেদ এবং সারাদেশ থেকে আগত পরিবেশকবৃন্দ।
এসএস//
আরও পড়ুন